বিংশ শতাব্দীর গোড়ার দিকের ইতিকথা
টুঙ্গিপাড়ার একটি নিভৃত গ্রামে জন্মেছিল
বিশ্বকে আলোকিত করতে একটি নক্ষত্র
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর শোকগাঁথা।


ষড়যন্ত্রের চাদর পেচিয়ে হিংস্র হায়েনারা
পচাত্তরে ঝাপিয়ে পড়েছিল জোট বেধে
একটি নক্ষত্রের মুত্যু ঘটিয়ে অমানিশার
অন্ধকার ডেকে আনলো হাতছানি দিয়ে।


আজ তার জন্ম শতবর্ষে বিদীর্ণ হৃদয়ে
একটু আলোর ঝলকানি হৃদয় ছুয়ে যায়
পরশ পাথরের ন্যায় শিহরণ জাগায়
স্মৃতির মানসপটে অকাতরে অনুভবে।।
    ..........****.........


রচনাকালঃ ১৭/০৩/২০২১